বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লক্ষ্মীছড়ি ইউএনওর যোগদান 

লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

লক্ষ্মীছড়ি ইউএনওর যোগদান 

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি ইউএনও হিসেবে যোগদান করেছেন সেটু কুমার বড়ুয়া। ১৭ নভেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর বিকেলেই নবাগত ইউএনও লক্ষ্মীছড়িতে আসেন।

গত সোমবার যথারীতি অফিসের কাজে যোগ দেন। পরে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। রাজনৈতিক নেতারা, জনপ্রতিনিধি ও সাংবাদিকের সঙ্গে পরিচয় পর্বে মিলিত হন। সন্ধ্যায় অফিসার্স ক্লাবের আমন্ত্রণে মতিনিময় সভা করেন। 

এদিকে উপজেলা বিএনপি, জামায়াত, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে পক্ষ হতে নবাবগত লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানান। 

৩৬তম বিসিএসের এই ক্যাডার অফিসার মতলব থানা, বান্দরবানের থানচি উপজেলায় সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

টিএইচ